Thursday, October 2, 2025
spot_img
HomeCurrent News২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কলকাতায় নামতে চলেছে ঝেঁপে বৃষ্টি

২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কলকাতায় নামতে চলেছে ঝেঁপে বৃষ্টি

কলকাতা: ফাল্গুনের শেষ। কিন্তু তার আগেই পশ্চিমবঙ্গে জ্যৈষ্ঠ মাসের মত গরম। ইতিমধ্যেই রাজ্যের বেশকিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগেই পূর্বাভাস ছিল সপ্তাহান্তে রাজ্যের বেশকিছু জেলায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতির সৃষ্টি হবে। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং ঝাড়গ্রামে। এসব জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুয়েছিল বলে জানা যাচ্ছে। কিন্তু বিকেল হওয়ার সঙ্গে সঙ্গেই এল স্বস্তির খবর। রাজ্যের বিভিন্ন জেলায় হল শিলা বৃষ্টি।

আরও পড়ুন: তীব্র তাপপ্রবাহের পর জেলায় জেলায় স্বস্তির বৃষ্টি, শিলাবৃষ্টি

যা দেখে কিছুটা মন খারাপ হল কলকারাবাসীর। তবে দুঃখ পাওয়ার কিছু নেই। হাওয়া অফিসের তরফ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হল, ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় নামতে চলেছে বজরবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। আবহাওয়া দফতরের তরফ থেকে এই সময় বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News